শিরোনাম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় গুরতর আহত ৪

 

জসীম উদ্দীন দেওয়ান:  লৌহজং উপজেলার উত্তর হলদিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের যুবক ইয়াকুব ও বিল্লল বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছে যুবক আলী আকবর, আলী আক্কাছ,মিজানুর বেপারী ও রাব্বি হোসেন। লৌহজং  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসাইন জানান,গত বছর স্থানীয় একটি মাঠে ইয়াকুব এবং রাব্বিদের সাথে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে মারামারি হয়। সেই ঘটনার রেশ ধরে বুধবার রাত দশটার দিকে রাব্বিদের বাড়িতে  ইয়াকুব তাঁর দলবল নিয়ে হামলা চালায় রাব্বির উপর। রাব্বির ডাক চিৎকারে কয়েকজন ছুটে এলে তাদেরকে জখম করে পালিয়ে যায় হামলা কারীরা।

রাব্বির স্বজনরা জানান,হামলাকারীরা ধাড়ালো অস্ত্র দিয়ে যে চারজনকে কুপিয়ে জখম করছেন তাদের মধ্যে তিনজন ঢাকা মেডিকেল কলেজে চিকৎসা নিচ্ছেন, আর মাথার খুলি ভেঙে যাওয়ায় আলী আকবরকে আইসিউতে রাখা হয়েছে।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জের লৌহজংয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় গুরতর আহত ৪"

Leave a comment

Your email address will not be published.


*