তোমার সনে বকুল বনে,
বলছিলুম কথা কানে কানে।
সে কথা কি নেইকো মনে,
সুখ বিলাসে, সুখোক্ষনে?
অন্তরীক্ষে তারকা মালা,
ঝলমলে তায় হরেক খেলা।
জ্যোস্না মেখে জোনাক বেলা,
বাড়ায় আয়ু আলোর মেলা।
বসে থেকে পবন নায়ে,
দোল খেলে দেয় যুগল বায়ে।
আলোর নেশায় ঝর্ণা বহে,
হরিণী চোখে বাঁকা চাহে।
ঝিঁ ঝিঁ ডাকা ফাগুন বনে
মন নাচা সুখ দ্বিগুন ক্ষনে।
সবটা ভাসে স্মৃতির খেলায়,
সেইবা জগৎ কেমনে ভুলায়?
কেমনে ভুলে যাও তুমি তায়,
জানতে আবার যাওনা হেথায়।
Be the first to comment on "স্মৃতি দাঁড়ায় মনের দোরে — জসীম উদ্দীন দেওয়ান"