শিরোনাম

টঙ্গীবাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প

 

স্টাফফ রিপোর্টার।। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পাইকপাড়া স্বাধীন সমাজ সংঘের উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (২৭ আগস্ট) উপজেলার পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ৮শ রোগীর মধ্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

এতে পাইকপাড়া স্বাধীন সমাজ সংঘ ক্লাবের সভাপতি ডা: কামরুল হাসানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. আবু ইউসুফ ফকির।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- ড. প্রশান্ত চক্রবর্তী, ড. মো. আশিক মাহমুদ, নিরাপদ সড়ক চাই (নিসচ) এর টঙ্গীবাড়ী উপজেলার সভাপতি জামাল হোসেন মণ্ডল, আব্দুল্লাপুর ইউপি সদস্য রফিকুল ইসলাম সেলিম প্রমুখ।

 

Be the first to comment on "টঙ্গীবাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প"

Leave a comment

Your email address will not be published.


*