টংগিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ হাসিনা আক্তার গত রবিবার রাতে উপজেলার আড়িয়ল ইউনিয়নের ফজুশাহ্ মাজারে অভিযান পরিচালনা করেন। এসময় মাজারকে কেন্দ্র করে মাজারের আশে-পাশে গড়ে উঠা ১৪টি বিকৃত মূর্তির (মানুষের মাথা, কাটা হাত, কাটা পা, হাতের পাঞ্জা, কোমড় ও আস্ত মানুষের দেহ) দোকানের সমস্ত মূর্তি ধ্বংস করেন।
জানা যায়, র্দীঘদিন যাবত ফজুশাহ্ মাজারকে কেন্দ্র করে রমরমা মূর্তির ব্যবসা চালিয়ে আসছিল স্থানীয় লোকজন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ হাসিনা আক্তার জানান, ধর্মের নামে মূর্তির ব্যবসা কোনভাবেই মেনে নেয়া যায় না। মাজারে মূর্তি দেয়া, মূর্তি ও মাজারকে সেজদা দেওয়া ধর্মে নিষিদ্ধ।অভিযানকালে ইউএনও অত্র মাজার রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত খাদেম ও স্থানীয় সকলকে ভবিষ্যতে এই মাজারকে কেন্দ্র করে মূর্তি ব্যবসা যেন না হয় সে বিষয়ে কড়াকড়ি নির্দেশনা প্রদান করেন।
মুন্সীগঞ্জ২৪
Be the first to comment on "টংগিবাড়ীর ইউএনও’র অভিযান, ফজুশাহ্ মাজারে মূর্তি ধ্বংস"