শিরোনাম

সিরাজদিখানে সহস্রাধিক গাছ লাগাবে “সবুজ প্রাণ”

 

সিরাজদিখান প্রতিনিধি। সবুজ প্রাণ” নামক একটি সামাজিক সংগঠনের উদ্যোগে সিরাজদিখান উপজেলা বালুচর ইউনিয়নের চরপানিয়া হাজী বাজার হইতে আশ্রয়কেন্দ্র পর্যন্ত হরেকরকম ওষধি ও ফলের  ১ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে সবুজ প্রাণ চরপানিয়া শাখাটি।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সবুজ প্রাণ সংগঠনের একজন উদ্যোক্তা আরিফ হোসেন বলেন,আমাদের ভবিষ্যৎ চিন্তাভাবনা সুদূরপ্রসারী তবে প্রাথমিক ভাবে আমরা ২ লক্ষ্য টাকার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি গাছের সাথে একটি করে তারের বেড়া ও থাকবে।

 

কবি নজরুন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুহেল রানা বলেন,আমরা যে গাছগুলো লাগাবো সেগুলো একেবারেই  পরিবেশ বান্ধব যার মধ্যে কাঁঠাল গাছ আছে ৭০০ টি বাকি কৃষ্ণচূড়া,তেঁতুল,বড়ই,কাঠবাদাম,আমড়া সহ চালতা গাছ।

স্থানীয় এলাকার তরুণ সমাজ ও প্রবাসীদের আর্থিক সহায়তায় ইতোমধ্যে পঞ্চাশ হাজার টাকার সমপরিমাণ গাছ ও তারের বেড়া কিনা হয়ে গেছে।রাস্তার দুই পাশে গাছ লাগানোর জন্য কলেজ পড়–য়া একঝাঁক তরুণদের এমন মহতী উদ্যোগে ইতোমধ্যে এলাকাবাসীর পক্ষ থেকে প্রশংসনীয় হয়েছেন এই সংগঠনটি।

 

মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের জুয়েল রানা,কবি নজরুল কলেজের সাগর হোসেন,উ ও ট এর আকাশ হোসেন, ও ঝ ঞ এর মাহবুবুর রহমান,বিক্রমপুর আদর্শ ডিগ্রি কলেজের মোঃ রায়হানূড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ব বিদ্যালয়ের শাহরিয়ার তানভীর সহ “সবুজ প্রাণ”সংগঠনটির অন্যান্যরা বলেনূআমরা লেখাপড়ার পাশাপাশি সামাজিকভাবে সমাজের জন্য উন্নয়নমূলক কাজ করতে আগ্রহী,আমাদের ইচ্ছা বড় কিন্ত আর্থিক সংকটের কারনে হয়তো একটু বাধাগ্রস্ত হবো তবে সমাজের অন্যান্যরা যদি একটু সহযোগিতা করে তাহলে আমাদের স্বপ্ন পূরণ হবেই।

 

Be the first to comment on "সিরাজদিখানে সহস্রাধিক গাছ লাগাবে “সবুজ প্রাণ”"

Leave a comment

Your email address will not be published.


*