সিরাজদিখা প্রতিনিধি : সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ইছামতি নদীতে ট্রলার থেকে দেশীয় অস্ত্রসহ ৪৭ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে গোপালপুর এলাকা সংলগ্ন ইছামতি নদী থেকে এদের আটক করে। এ সময় ৫ টি রামদা, ২ টি হকিষ্টিক ও ৩ টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশীয় অস্ত্র নিয়ে ২ টি ট্রলার করে ইছামতি নদীতে ঘুরাঘুরি করার সময় স্থানীয় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ ২ টি ট্রলারে থাকা ৪৭ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
Be the first to comment on "সিরাজদিখানে ইছামতি নদীতে দেশীয় অস্ত্রসহ ৪৭ জন আটক"