সিরাজদিখান প্রতিনিধি: গাছ লাগাই পরিবেশ বাঁচাই” এই স্লোগানকে সামনে রেখে অভিযাত্রিক ব্লাড ব্যাংক মুন্সীগঞ্জ শাখার উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি ২০১৯” পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে সিরাজদিখান উপজেলার মালখানগর উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ। কর্মসূচিতে মালখানগর কলেজ এবং স্কুলে শতাধিক গাছ রোপন করেছে সংগঠনটি। সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তায় বৃক্ষ রোপণ করে সংগঠনের সদস্যবৃন্দ। অভিযাত্রিক ব্লাড ব্যাংক মুন্সীগঞ্জ রক্তদানের পাশাপাশি বিভিন্ন মানবসেবা মূলক কর্মসূচি পালন করে।
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে অভিযাত্রিক সংগঠনের সভাপতি মুরাদ হাসান শাওনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান কায়েসের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মালখানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সফিউদ্দিন হাওলাদার, উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান, মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মনজুরুল আলম এবং সহ প্রধান শিক্ষক মো. ফরিদ মিয়া। আরো উপস্থিত ছিলেন অভিযাত্রিক ব্লাড ব্যাংকের সদস্য, আজিম, মৃদুল, শাকিল, রানা, উচ্ছাস, তানভীর, দীপ্ত, আক্তার প্রমুখ।
Be the first to comment on "সিরাজদিখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন"