স্টাফ রিপোর্টার।।মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচ ইউনিয়ন চৌরাস্তা নামক স্থানে বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আওয়ামীলীগ আয়োজিত শোক সভায় প্রতিপক্ষ নুরু বাউলের গ্রুপের লোক জনের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছে। বেলা ১২ টার দিকে প্রতিপক্ষ শহীদ বাউল ও আমির হোসেনের লোকজন এ হামলা চালায়। আহতদের মধ্যে বিল্লাল হোসেন (৪৫), আক্তার হোসেন (৫০) ও শামীমকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর আহতদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে আহত বিল্লাল হোসেন সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বালুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেক চাঁন মুন্সী জানান, ইউনিয়নের বালুরচর চৌরাস্তা নামক স্থানে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শোক সভা চলছিল। পূর্ব শত্রুতার জের ধরে শহীদ বাউল ও আমির হোসেন কশাইয়ের লোকজন সেখানে অতর্কিত হামলা চালায়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলা হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি।
Be the first to comment on "সিরাজদিখানে শোক সভায় হামলা, আহত-৫"