শিরোনাম

মুন্সীগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

 

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক শোক দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে শোভাযাত্রা,আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোক শোভাযাত্রা বেড় করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ কওে জেলা শিল্পকলার সামনে এসে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সরকারি,বেসরকারি, রাজনৈতি ও সামাজিক সংগঠনের নেতার্কমীরা।

পরে সকাল সাড়ে ১০টার দিকে শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়। জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এড.মৃণাল কান্তি দাস, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম,সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধুর উপর চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

এদিকে দিবসটি উপলক্ষে মিরকাদিম পৌরসভার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা হয়। পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সভাপতি ও বঙ্গবন্ধুর প্রধান দেহরক্ষী মহিউদ্দিন আহম্মেদ।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে জাতীয় শোক দিবস পালিত"

Leave a comment

Your email address will not be published.


*