শিরোনাম

সিরাজদিখানে জাতীয় শোক দিবসের শোক র‌্যালী ও আলোচনা সভা

 

সিরাজদিখান  প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকি ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও  শোক র‌্যালী বের করা হয়। পরে অডিটরিয়াম হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাহী বি চৌধুরী।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস.এম সোহরাব হোসেন,  উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, বাংলাদেশ কেন্দ্রীয় যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, সিরাজদিকান থানার অফিসার ইনচার্জ মোঃফরিদউদ্দিন,রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, বালুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,মধ্যপাড়া ইউনিয়ন চেয়াম্যান হাজী আঃ করিম শেখ। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ শোক র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহন করেন।

Be the first to comment on "সিরাজদিখানে জাতীয় শোক দিবসের শোক র‌্যালী ও আলোচনা সভা"

Leave a comment

Your email address will not be published.


*