স্টাফ রিপোর্টার: জাতীয় শোক দিবসের দিন বৃহস্পতিবার সকালে বেতকা থেকে ফেরার পথে মোটরসাইকেল পিছলে পড়ে আহত হন উপজেলা ছাত্রলীগের কর্মী পারভেজ শেখ। এ খবর শোনার পর নেতা কর্মীদের নিয়ে ছুটে আসেন উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি খালিদ হাসান খাঁন।
আহত পারভেজ শেখের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন, যে কোন প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। খালিদ বলেন,
বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ প্রতিষ্ঠা করতে চাই। যারা ছাত্রলীগ করে তারা মানুষের কল্যাণে কাজ করে তা আমরা দেখাতে চাই। এ সময় তিনি টঙ্গীবাড়ি উপজেলা ছাত্রলীগের সকল নেতা কর্মিদের একডোগে কাজ করা আহবান জানান।
Be the first to comment on "আহত ছাত্রলীগ কর্মীর পাশে টঙ্গীবাড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ"