শিরোনাম

মুন্সীগঞ্জে খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ

 

শেখ রাসেল ফখরুদ্দীন, (মুন্সীগঞ্জ) :  মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাঁচগাও বাজারে ব্যবসায়ী কাদের মোল্লা (৬০) এর খুনীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

 

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল বের হয়ে পাঁচগাও বাজার থেকে পাঁচগাও বালুর মাঠ প্রদক্ষিণ  করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

এতে অংশগ্রহণ করেন স্থানীয় পাঁচ শতাধিক নারী ও পুরুষ।

 

গত ৫ আগস্ট সকালে  পাঁচগাও বাজারে আপন বড় ভাই বাদশা মোল্লা(৬৫) ও দুই ভাতিজা সোবহান মোল্লা (৪৫) ও  মোতালেব মোল্লা(২৮) এর হাতে নৃশংসভাবে খুন হন ব্যবসায়ী কাদের মোল্লা।

 

এছাড়াও বাবাকে বাঁচাতে গিয়ে মারাত্মকভাবে আহত হয় নিহতের ছেলে জসিম মোল্লা (৩০)।

৯ দিন পেরিয়ে গেলেও খুনিদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

 

এবিষয়ে টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মো. আওলাদ হোসেন জানান,   আসামীদের গ্রেফতারে পুলিশ কাজ করে যাচ্ছে। বাদী পক্ষের সহয়তা পেলে দ্রুত আসামীদের গ্রেফতার করা সম্ভব।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ"

Leave a comment

Your email address will not be published.


*