শিরোনাম

মুন্সীগঞ্জে স্কুল পর্যায়ে বৃক্ষরোপন অভিযান

 

স্টাফ রিপোর্টার: সবুজে গড়ি মুন্সীগঞ্জ শ্লোগানে    স্কুল পর্যায়ে  দুটি বিদ্যালয়ে  বৃক্ষরোপন কর্মসূচি করা হয়েছে। শনিবার সকালে আলোর প্রতিমার উদ্যোগে সদরের পঞ্চসার জিয়সতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সিপাহীপাড়া কা’ক মসজিদ বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০ টি বনজ, ওষধি ও ফলজ গাছ রোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আনজানা মোস্তফা  শিক্ষিকা আনোয়ারা বেগম, শিক্ষক মো: আব্দুল গনি, মো: মিমু, বৃক্ষপ্রেমি শেখ ফরহাদ বাবু, সাবেক ছাত্রনেতা মো: সুইটেক্স তালুকদার, আলোর প্রতিমার সাধারণ সম্পাদক সংগঠক মাহবুব আলম জয়, মো: রাসেল প্রমুখ।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে স্কুল পর্যায়ে বৃক্ষরোপন অভিযান"

Leave a comment

Your email address will not be published.


*