স্টাফ রিপোর্টার।। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা মুন্সীগঞ্জে জেলা পর্যায়ের কর্মকর্তা ও শুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে মুন্সীগঞ্জে প্রয়োজনীয় উন্নয়নগুলো দ্রুত সময়ে সম্পন্ন করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন, জনগণের সেবা নিশ্চিত এবং সরকারের নির্দেশনা যত্ন সহকারে পালন করার আহ্বান জানান।
জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে এই মতবিনিময়ে জেলা পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সাংবাদিকসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। মতবিনিময়ের শুরুতেই জেলা প্রশাসক জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মাল্টিমিডিয়ায় একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
দীর্ঘদিন পর মুন্সীগঞ্জ জেলা মন্ত্রী পেয়েছে। তাই প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মত পতাকাবাহী গাড়ি নিয়ে তাঁর নিজ জেলায় আগমনকে কেন্দ্র করে এখানে বিশেষ পরিবেশ বিরাজ করে। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নতুন এই মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে।
— সভ্যতার আলো
Be the first to comment on "মুন্সীগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর মতবিনিময়"