স্টাফ রিপোর্টার: সদর উপজেলার মিরকাদিমে মঙ্গলবার বেলা ২ টায় পৌরসভা কার্যালয় মাঠে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরাকে গনসংর্বধনা দেয়া হয়েছে। মিরকাদিম পৌরসভা আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মো: মহিউদ্দিন। এতে মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: আনিছউজ্জামান আনিছ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ মো: লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক এড. সোহানা তাহমিনা ও সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, শহর আওয়ামীলীগের সভাপতি এড. পিপি আ: মতিন,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: আসাদুজ্জামান সুমন পঞ্চসার ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা,
রামপাল ইউপি চেয়ারম্যান মো; বাচ্ছু শেখ, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন পীর, শিলই ইউপিচেয়ারম্যান আবুল হাসেম লিটন,জেলা নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি মাসুদ ফকরী খোকন সহ পৌর কাউন্সিলর বৃন্দ ।
এ সময় প্রতিমন্ত্রী ঢাকা পঞ্চবটি টু মুক্তারপুর পর্যন্ত সড়কটি সংস্কারের জন্য সংসদে কথা বলার আশ্বাস ব্যক্ত করেন।
Be the first to comment on "মিরকাদিমে প্রতিমন্ত্রী ইন্দিরাকে গণ সংবর্ধনা প্রদান"