শিরোনাম

বছিরননেছা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন

 

আলোর পথে মোরা সংগঠনের উদ্যোগে বছিরননেছা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি করা হয়েছে। রবিবার দুুপুুরে এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মঞ্জুর মোর্শেদ,  জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান   ও সংগঠনটির সভাপতি মোঃ এম এইচ ইরাক সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Be the first to comment on "বছিরননেছা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন"

Leave a comment

Your email address will not be published.


*