শিরোনাম

যারা আলেমদের পিটিয়ে মারে তারা তাবলিগ জামাতের কিছু হতে পারে না : আল্লামা শফী

 

স্টাফ রিপোর্টার:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং-টঙ্গীবাড়ি মডেল  স্কুল মাঠে শুক্রবার ‘ইসলামী তৌহিদী জনতা’ এর ব্যানারে আয়োজিত ইসলামি মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, আমরা কোনোদিন বাতিলের সঙ্গে মিলব না। আলেমদের পিটিয়ে মারা তাবলিগ জামাতের কাজ না, যারা মারে তারা তাবলিগ জামাতের কিছু হতে পারে না। ইসলাম শান্তির ধর্ম। আমরা দেওবন্দি, দেওবন্দি, দেওবন্দি।

 

আল্লামা শফী বলেন, সাদ সাহেবের অনুসারী পরিচয়ে যেন কেউ ব্যক্তি কেন্দ্রিক তাবলিগি কাজ করতে না পারে। ভ্রান্ত মতবাদের অনুসরণের মাধ্যমে এদেশে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এ ব্যাপারে সরকারের প্রতি ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

 

ঢাকা দক্ষিণ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি মধূপুরের পীর সাহেব মাওলনা আব্দুল হামিদের সভাপতিত্বে ইসলামী মহা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে  বক্তব্য রাখেন টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, সোনারং-টঙ্গীবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, রামপাল ইউপি চেয়ারম্যান বাচ্চু প্রমুখ।

এ সময় বক্তব্য শেষে দেশবাসীর উন্নতি কামনায় মোনাজাত করেন আল্লামা শাহ আহমদ শফী।

 

আল্লামা শফীর আগমনকে ঘিরে মুসল্লীদের ঢল নামে সোনারং মাঠে। জুম্মার পূর্বেই সকাল ১০ টা হতে মাঠে লোক আসতে শুরু করে।  এ সময় কয়েক হাজার লোক এক সাথে জুম্মা নামাজ আদায় করেন।

 

 

Be the first to comment on "যারা আলেমদের পিটিয়ে মারে তারা তাবলিগ জামাতের কিছু হতে পারে না : আল্লামা শফী"

Leave a comment

Your email address will not be published.


*