চাওয়া পাওয়া
অনেক সাধনা করে পেয়েছি তোমায়
ওগো সাথি
মুখটি তোল একটু হাসো
খোলো ও দুটি আঁখি।
কতদিন কত রাত স্বপ্ন দেখেছি
তোমায় নিয়ে সুখে ঘর বেঁধেছি
যায় রাত চলে যায়
মন কিছু পেতে চায়
বলে রাত জাগা পাখি ।
নেই কোন দু:খ পেয়েছি তোমায়
সারাটি জীবন বুকে রেখো গো আমায়
নীরবে থেকো না, বৃথা যেতে দিয়ো না
আজি এ মধু রাতি ।
লেখক- গীতিকার সুরকার ও কন্ঠ শিল্পী।
Be the first to comment on "মো: আ: মতিনের একটি কবিতা"