স্টাফ রিপোর্টার।। মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় রিকাবী বাজার গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টার মাঠে উদ্বোধনী এই খেলায় অংশ গ্রহন করেন সদর উপজেলার আধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিলয় ইউনিয়নের টেপির চর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো: আনিছউজ্জামান আনিছ। এতে সদর উপজেলার নির্বাহী অফিসার মো.ফারুক আহাম্মেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মদ নাছিমা খাতুন, হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মো. রাজিব খান প্রমুখ।
Be the first to comment on "বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন"