শিরোনাম

মুন্সীগঞ্জে ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স

 

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে  ইসলামী ব্যাংকের উদ্যোগে স্কুল ব্যাংকিং কনফারেন্স হয়েছে। মঙ্গলবার সকালে প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সাথে এই সভা হয়।।

 

ব্যাংক কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীরা মুদরাবা সঞ্চয়ী হিসাব নং চালু করতে পারবেন। যা মাত্র ১০০ টাকায় হিসাব খুলতে পারবেন এবং তাদের কাছ থেকে আর কোন চার্জ কাটা হবে না। এছাড়াও অ্যাকাউন্ট খুলার পর এটিএম কার্ড ফ্রি পাবে।যা  দিয়ে সর্বনিন্ম ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০০০ টাকা তুলতে পারবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মোঃ শরিফউজ্জামান । এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং মুন্সীরহাট শাখার স্বত্ত্বাধিকারী মো: সাইফুর রহমান, এম জামাল হোসেন মন্ডল, এডভোকেট মোঃ জানে আলম প্রিন্স,  মোঃ নাজমুল হাসান ও ফারজানা আক্তার প্রমুখ।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স"

Leave a comment

Your email address will not be published.


*