রোমান রায়।। বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম কিছুদিন আগে মুম্বাইয়ের নামকরা ফ্যাশন হাউস ‘বিনয়’-এর শুভেচ্ছাদূত হয়েছেন। গত ২৮ জুন গুজরাটে প্রতিষ্ঠানটির ফটোশুটেও অংশ নেন এই অভিনেত্রী। ইউনিটের তিন শতাধিক মানুষের উপস্থিতিতে মিমের ছবি তোলেন বিখ্যাত ফটোগ্রাফার নরেন বল্লা।
প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হওয়ার সুবাদে মুম্বাইয়ে দারুণ পরিচিত হয়ে উঠেছেন এই চিত্রনায়িকা।
‘বিনয়’-এর পর এবার আরও একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের মডেল হতে যাচ্ছেন মিম। তবে এখনই বিষয়টি জানাতে চান না তিনি। এতে অংশ নিতে আগামী সোমবার সকালে মুম্বাই যাচ্ছেন তিনি।
মিম বলেন, ‘মুম্বাইয়ের নতুন আরও একটি প্রতিষ্ঠানের ফটোশুট করতে যাচ্ছি। আগামী ২২ জুলাই সকাল ৭টার ফ্লাইটে ফের মুম্বাই যাওয়া হবে। প্রতিষ্ঠানটি পক্ষ থেকে জানানো হয়েছে, মেকআপে বলিউডের নামকরা মেকআপ আর্টিস্ট থাকবেন। সব ঠিক থাকলে, ২৫ জুলাই দেশে ফেরা হবে।’
এদিকে, মুক্তির অপেক্ষায় আছে মিম অভিনীত ছবি ‘সাপলুডু’। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। ছবিতে আরও আছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, অভিনেত্রী সুষমাসহ অনেকে।
Be the first to comment on "ফের বলিউডের মডেল হতে যাচ্ছেন মিম"