মোজাম্মেল হোসেন সজল।। মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এর উদ্বোধন করেন।
সদর উপজেলার পুনাক কমপ্লেক্সের তৃতীয় তলায় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জায়েদুল আলম পিএিমএম (বার)।
জেলা পুলিশ মুন্সীগঞ্জের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমান উল্লাহ প্রধান শাহিন প্রমুখ।
Be the first to comment on "মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের কার্যালয় উদ্বোধন"