নাজমুল মোল্লা।।সিরাজদিখানে ফ্রী চিকিৎসা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টা হতে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার হেল্থ কেয়ার হাসপাতালের ৭তম বছরে পদার্পণ উপলক্ষে দেড় শতাধিক রোগীদের ফ্রী চিকিৎসা দেওয়া হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ এ ফ্রী চিকিৎসার উদ্বোধন করে।
প্রতিষ্ঠানে ব্যবস্থাপন পরিচালক আব্দুল হাকিমের সভাপতিত্বে ও পরিচালক ইকবাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, পরিচালক মোঃ মোক্তার হোসেন, সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ঢালী মোঃ শহিদুল ইসলাম, আ’লীগ নেতা সেলিম লস্কর, প্রতিষ্ঠানের ভবন মালিক আলাউদ্দিন আলাউদ্দিন শেখ।
এসময় অর্থোপেডিকস ডা. মো. আশিকুর রহমান শুভ ও নাক, কান, গলা, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আব্দুল রোভ রোগীদের চিকিৎসা দেন।
Be the first to comment on "সিরাজদিখানে ফ্রি মেডিকেল ক্যাম্প"