শিরোনাম

শ্রীনগরের ভাগ্যকুলে যুবক কে কুপিয়ে হত্যা চেষ্টা

 

স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জের শ্রীনগরে লিপু শেখ (২৮) নামের এক যুবক কে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ভাগ্যকূল মান্দ্রা এলাকায় এঘটনা ঘটে।লিপু শেখ ভাগ্যকুল ইউনিয়নের মরহুম রায়হান উদ্দিন শেখের পুত্র।

স্থানীয়রা জানায়, মাদক ব্যবসা সহ সমাজ বিরোধী কাজের প্রতিবাদ করায় ওই এলাকার বিপ্লব গাজী ও শামসু মৃধা চাইনিজ কুড়াল নিয়ে ধাওয়া করে একই এলাকার লিপু শেখকে মাথা, দুই হাত, পা ও পিঠে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। লিপুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার ক্ষত স্থান গুলোতে ২২ টি সেলাই লেগেছে বলে তার স্বজনরা জানান। এঘটনায় লিপু শেখের ভাই ইপু শেখ বাদি হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান এঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

 

Be the first to comment on "শ্রীনগরের ভাগ্যকুলে যুবক কে কুপিয়ে হত্যা চেষ্টা"

Leave a comment

Your email address will not be published.


*