শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলাধীন শ্রীনগর উপজেলার অন্তর্গত শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ” ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজ ভাগ্যকুলের শিক্ষাবিস্তারে প্রতিষ্ঠালগ্ন থেকেই অগ্রগন্য ভুমিকা পালন করে অাসছে।প্রতিষ্ঠানটি মানসম্পত শিক্ষা দান, শিক্ষাবান্ধব পরিবেশ, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকান্ডের কারণে ভাগ্যকুল ইউনিয়নের সকল সচেতন অভিভাবক ও শিক্ষার্থীদের অাগ্রহের কেন্দ্রবিন্দু ছিল ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয়।বোর্ডের পরীক্ষায় ফলাফলও ছিল উপজেলায় শীর্ষস্থানীয় ও সন্তোষজনক।
কিন্তু সর্বশেষ এস. এস. সি পরীক্ষার ফলাফল দেখে মনেহয় প্রতিষ্ঠানটির শিক্ষার মান নিন্মগামী হচ্ছে।
১৯০০ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ কমিটি গঠনের ক্ষেত্রে ১২ বছর যাবৎ সরকারের কোন নিয়মনীতি মানা হয়নি।এক যুগ ধরে এই প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি।বর্তমান পরিচালনা কমিটির বিরুদ্ধে নির্বাচন ছাড়াই বিনা প্রতিদ্বন্ধিতায় অবৈধভাবে কমিটি গঠনসহ বিধিবহির্ভূত নানা কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয় সচেতন অভিভাবকরা দীর্ঘদিন যাবৎ ম্যানেজিং কমিটির নির্বাচনের দাবী করে অাসলেও স্থানীয় অভিভাবকদের দাবী উপেক্ষা করা হচ্ছে বরাবরই। নির্বাচন বঞ্চিত এসব অভিভাবকরা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশগ্রহন করতে পারেন না।
একতরফাভাবে স্বেচ্ছাচারি পরিচালনার কারণে ঘুষ ও রাজনৈতিক ক্ষমতার অপব্যাবহারের মাধ্যমেই বেশিরভাগ শিক্ষক খন্ডকালীন নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।খন্ডকালীন এসব শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। ক্লাসে যথার্থ পাঠদানে অক্ষমতার পাশাপাশি প্রাইভেট পড়ানোকেই তারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন এমন কথা অহরহ শোনা যায়।স্থানীয় সচেতন অভিভাবক মহল মনে করেন দীর্ঘদিন ধরে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় এসব সংকট তৈরি হয়েছে।
নির্বাচন বিষয়ে জানতে চাইলে প্রাক্তন ছাত্র বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু নির্বাচনের দাবী জানিয়ে বলেন অভিভাবকদের দীর্ঘদিন যাবৎ ভোটাধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে।ভোট দেয়ার জন্য তারা উদগ্রীব হয়ে আছে।তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।আমি চাই নির্বাচনের মাধ্যমে ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজে পরিচালনা পর্ষদ গঠিত হোক।
জনপ্রতিনিধি ও অভিভাবক পারভেজ কবির বলেন শিহ্মা প্রতিষ্ঠানে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।শিহ্মিত ও ভাল লোক পরিচালনা পর্ষদ এ আসুক।
স্থানীয় কাজী সায়হাম ডায়মন্ড জানান,শিক্ষা প্রতিষ্ঠান সমাজ নির্মাণের প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান কে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে।শিহ্মা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও শিক্ষার মান নিশ্চিত করতে নির্বাচিত পরিচালনা পর্ষদের বিকল্প নেই।।
তাই ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজ পরিচালনার জন্য একটি অংশগ্রহন মুলক নির্বাচন প্রয়োজন ; গনতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিত্বশীল পরিচালনা পর্ষদই পারে প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে অানতে।
Be the first to comment on "শ্রীনগরে ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজে পরিচালনা পর্ষদ নির্বাচনের দাবী"