শিরোনাম

টঙ্গীবাড়িতে রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক আসর

 

স্টাফ রিপোর্টার:  টঙ্গীবাড়ি  উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে রবীন্দ্র – নজরুল সাংস্কৃতিক সন্ধ্যা  অনুষ্ঠিত হয়েছে।  সোমবার টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এই সাংস্কৃতিক আসর বসে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মত  হাসিনা আক্তার।  অন্যদের মধ্যে

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার প্রিয়াংকা সাহা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:আরিফুল ইসলাম, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নবীন কুমার রায়,  শ্রুতিকথন আবৃত্তি ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সুমন শেখ,  তবলা বাদক বাদল দাস,  বরেণ্য শিক্ষক আব্দুল গণি,উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মাঝি,দপ্তর সম্পাদক সাইরাজ খান প্রমুখ ।

এ সময় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একক ও দ্বৈত কবিতা আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়। ধীরে ধীরে নৃত্য, সংগীত এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় ও হৃদয়গ্রাহী কবিতা পরিবেশিত হয় । সুমন শেখ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কৃষ্ণকলি’ কবিতাটি আবৃত্তি করেন। অনুষ্ঠানের শেষ লগ্নে নজরুল সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক মো: আওলাদ হোসেন, নজরুল সংগীতের  প্রশিক্ষক হুমায়ুন কবির ও উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য  শিল্পী  আ: গণি,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কনিকা রায় সহ অন্যরা।

 

এতে নৃত্য পরিবেশন করেন অন্বিতা, অন্বেষা, পরী, রুপকথা, তাসিন, নুসরাত, লামিয়া, মাইশা তানহা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মত  হাসিনা আক্তার  কবি কাজী নজরুল ইসলামের সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্নতা যুক্ত করেন।

 

 

 

Be the first to comment on "টঙ্গীবাড়িতে রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক আসর"

Leave a comment

Your email address will not be published.


*