বিবর্ণ ব্যাথা
জীবন চলার পথ চলতে চলতে ক্লান্ত হয়ে আমি পড়েছি
যে দিকে তাকাই আঁধারে হারাই
ঠিকানা হারিয়ে ফেলেছি ।
রঙিন স্বপ্নো গুলো কোথায় হারিয়ে গেলো
এ জীবন কি পেল কি পেল না
হিসেবের খাতাগুলো ধুলায় মলিন হলো!
যাকে চেয়েছি সেতো ফিরে এলো না
হতাশার আঁধারে একটু আশার আলো
দেখতে দুচোখ যতই মেলেছি ।
রিক্ত জীবন আর সিক্ত নয়ন যার
অঝোর ধারায় শুধু ঝরছে
অতীতের সৃতিগুলো হয়ে আজ এলোমেলো
ম্লান হয়ে শুধু মনে পড়ছে
নিভে গেছে আজ সেই প্রদীপ শিখা
যে দ্বীপ আপন হাতে জ্বেলেছি
ক্লান্ত হয়ে আমি পড়েছি।
লেখক:
( গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী)
Be the first to comment on "মোঃ আঃ মতিনের একটি কবিতা"