স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ প্রেসক্লাবে নিউজ পোর্টাল আলোকিত মুন্সীগঞ্জের পঞ্চম বর্ষে পদার্পণ
ও চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সময় আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান।
এতে দৈনিক সভ্যতার আলোর সম্পাদক ও আলোকিত মুন্সীগঞ্জ এর উপদেষ্টা মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খন্দকার আশফাকুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ মো: আনিচুর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মো: রাসেল মাহমুদ, সাবেক সাধারন সম্পাদক মো: মোজাম্মেল হোসেন সজল, সাধারন সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, সহ-সভাপতি এড. সুজন হায়দার জনি, সাংগঠনিক সম্পাদক মো: মঈনউদ্দিন সুমন, সাংবাদিক মো: মাসুদুর রহমান, শেখ শিমুল, ডা: মো: নাজমুল হাসান রন্টি, সংগঠক মো: গোলাম রহমান, আলোকিত মুন্সীগঞ্জের প্রধান সম্পাদক মাহবুব আলম জয়, বাংলা নিউজের মো: সাজ্জাদ হোসেন, রানা মাসুদ, মো: ওমর ফারুক ও অহৃত প্রমুখ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, এবং হলুদ সাংবাদিকতা বন্ধে আহ্বান জানিয়ে বলেন, দেশে উন্নয়নে সংবাদ মাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।
Be the first to comment on "আলোকিত মুন্সীগঞ্জের ৫ম বর্ষে পদার্পণ, কেক কেটে বর্ষপূর্তি উদযাপন"