স্টাফ রিপোর্টার: সিপাহীপাড়ায় ফল ব্যবসায়ীদের সিন্ডিকেটের নিকট বন্ধি। এতে করে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ পাওয়া গেছে। একদিকে সরকারী রাস্তা দখল করে গড়ে উঠেছে ফল ব্যবসায়ীদের অাস্তানা। বর্তমানে মুন্সীগঞ্জ শহর, মুক্তারপুর, রিকাবী বাজার ও ধলাগাঁও বাজারের তুলনায় সিপাহীপাড়ায় আম কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রয় কার হচ্ছে বলে ভূক্তভোগীরা জানিয়েছেন। আম রুপালী বর্তমানে বাজার মূল ৮০ হতে ৮৫ টাকা হলেও সিপাহীপাড়ায় বিক্রয় করা হচ্ছে ৯৫ হতে একশ টাকায় কেজি। স্থানীয় এক ব্যক্তি বলেন সিপাহীপাড়া চৌরাস্তায় সরকারী রাস্তা দখল করে ফল ব্যবসায়ীরা ব্যবসার সিন্ডিকেট করে অনেক টাকা হাতিয়ে নিচ্ছেন।
এই সকল বিষয়ে সিপাহীপাড়ায় প্রশাসনের দৃষ্টি প্রয়োজন বলে মনে করছেন ভূক্তভোগী মানুষেরা।
Be the first to comment on "সিপাহীপাড়ায় ফল ব্যবসায়ীদের সিন্ডিকেট! বেশি মূল্যে বিক্রয়"