শিরোনাম

রক্তদান সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী

 

স্টাফ রিপোর্টার:  ৫ই জুলাই “আদর্শ রক্তদান সংস্থা-মুন্সীগঞ্জ” এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার রাত ৮ টায় রামপালের পানহাটা নতুন বাজারে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এতে  সংগঠনটির সভাপতি -আঃরউফ মিয়া মেম্বারের সভাপতিত্বে ও সাঃসম্পাদক সোহাগ হোসেনের সঞ্চালনায়  অন্যান্যদের  উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা আ: সামাদ কবির, ব্যবসায়ী মো: ইকবাল হাসান জনি , সংগঠনের সহ-সভাপতি মোঃআবুল কালাম শেখ,মোঃমোতাহার তালুকদার,

হাফেজ মাওলানা শফিকুল ইসলাম মামুন, যুগ্মঃসাঃসম্পাদক রিফাত তালুকদার, রোবেল শেখ, রবিন শেখ, শাওন দেওয়ান,রকিব,হৃদয়,সাজ্জাদ,তুষার,শুভ আহম্মেদ প্রমুখ। রক্তদান সংস্থা সংগঠনটির পরিচালক- মোঃশাহাদাত হোসেন সীমান্ত বলেন সকলের সহযোগীতা, দোয়া ও উৎসাহ পেলে ঢাকা,নারায়নগঞ্জ ও মুন্সীগঞ্জ  সহ দেশব্যাপী সংস্থার রক্তের সহযোগীতা সবার নিকট পৌঁছাতে পারবো।

 

 

Be the first to comment on "রক্তদান সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী"

Leave a comment

Your email address will not be published.


*