শিরোনাম

মসজিদের সংস্কার কাজের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: রামপালের  পূর্ব দেওসার জামে মসজিদের তৃতীয়  সংস্কার কাজের উদ্বোধন হয়েছে। শুক্রবাদ বাদ আছর মসজিদ কমিটির উদ্যোগে

মোঃ রহমতুল্লাহ দেওয়ান এর আর্থিক সহায়তায় মসজিদটির  তৃতীয় তলার সংস্কার কাজ  শুরু করা  হয়।  এ সময় উপস্থিত ছিলেন পূর্ব দেওসার জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ ফারুক ঢালী, মোতাওয়াল্লিহ মোঃ জামান হাওলাদার, মসজিদের ইমাম ও খতিব মুফতি মাহদি হাসান সিদ্দিকী, মোঃ মতিউর রহমান ঢালী,  মোঃসিরাজ ঢালী ও মোঃ আতাউর রহমান ঢালী ও  আব্দুল হাই দেওয়ান প্রমুখ।

Be the first to comment on "মসজিদের সংস্কার কাজের উদ্বোধন"

Leave a comment

Your email address will not be published.


*