স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে অটিজমে আক্রান্ত অটিস্টিক শিশুদের নিয়ে বেসরকারি টিভি চ্যানেল এনটিভির ১৬তম বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। এনটিভির ১৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে বুধবার বিকেল ৪টার দিকে শহরের মুন্সীরহাট এলাকার পলক অটিজম স্কুল প্রাঙ্গণে ৪০ জন অটিস্টিক শিশু-কিশোরকে নিয়ে কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয়।
বর্ষপূর্তি অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, এনটিভি বাংলাদেশের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি টিভি চ্যানেল। এই চ্যানেলটি সব সময় মানুষের কথা বলে। আর্তমানবতার কথা বলে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এনটিভিকে। আমরা দেখেছি, এনটিভির বর্ষপূর্তি উপলক্ষে প্রতি বছরই অবহেলিত শিশুপল্লির পরিবারদের নিয়ে আয়োজন করে। এবারও অটিজম শিশুদের নিয়ে এনটিভি বর্ষপূর্তি পালন করল। এতেই বোঝা যায়, এনটিভি মানুষের কথা বলে, জীবনের কথা বলে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম বলেন, এনটিভি সব সময় ব্যতিক্রম। তারই একটি উদাহরণ রাখল পলক অটিজম স্কুলের অনুষ্ঠান। সত্যিই খুব প্রশংসার দাবিদার। আরো অনেক চ্যালেঞ্জ নিতে হবে এনটিভিকে। আমরা এনটিভির পাশে ছিলাম, সব সময় থাকব।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী, সদ্য নির্বাচিত জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক শাহিন মোহাম্মদ আমানউল্লাহ, মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন গাজী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান, দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ খোকা, পৌর কাউন্সিলর জাকির হোসেন, শহর যুবলীগের সভাপতি মালেকুন মাকসুদ বিপুল, অ্যাডভোকেট হালিম হোসেন. কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু বক্কর মিথুন, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সফিকুল হাসান তুষার, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুবুল হোসেন সোহাগ, জেলা রোভারের সম্পাদক জুনায়েদ হোসেন, পলক অটিজম স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক জসিম উদ্দিন দেওয়ান, একুশে টেলিভিশনের সাংবাদিক সাইফুর রহমান টিটু, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শিহাবুল হাসান, আলোকিত বাংলাদেশের সাংবাদিক মাসুদ রানা, দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক নাদিম হোসাইন, আজকালের খবরের সাংবাদিক আল মামুন, বাংলানিউজের সাংবাদিক সাজ্জাদ হোসেন, মো. ইব্রাহিম, আহসান হাবিব, ফটো সাংবাদিক রাজিব বাবু, তানজিল হাসান, , সাকিব আহম্মেদ, আমির হোসেন প্রমুখ। এনটিভি প্রতিনিধি মঈনউদ্দিন সুমন অনু্ষ্ঠানের প্রথমে সকলকে ধন্যবাদ জানান।
Be the first to comment on "মুন্সীগঞ্জে প্রতিবন্ধী শিশুদের নিয়ে এনটিভির বর্ষপূর্তি উদযাপন"