স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সাথে টঙ্গীবাড়ি উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী,রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সাথে মতবিনিময় সভা হয়েছে।
বুধবার সকালে টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের সভাকক্ষে এই মতবিনিময় সভা হয়। এ সময় জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদারকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলে শুভেচ্ছা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মত হাসিনা আক্তার, উপজেলা চেয়ারম্যান জগলুল হায়দার ভূতু, টঙ্গীবাড়ি থানার ওসি মো: আওলাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Be the first to comment on "টঙ্গীবাড়িতে বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়"