স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন এক রোহিঙ্গা নারী। তার নাম বিবিজা (১৮)। রবিবার (৩০ জুন) বিকাল ৪টার দিকে ভুয়া কাগজপত্র নিয়ে মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসলে তাকে আটক করা হয়। মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, পাসপোর্ট করে দেওয়ার কথা বলে কামরুল নামের এক লোক বিবিজাকে নিয়ে আসে। তবে ওই ব্যক্তি পাসপোর্ট অফিস থেকেই পালিয়ে যায়। বর্তমানে রোহিঙ্গা ওই নারী থানা হেফাজতে রয়েছেন। পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক হালিমা খাতুন সন্দেহ করে চ্যালেঞ্জ করলে তার ভুয়া কাগজপত্র ধরা পড়ে। পুলিশের জিজ্ঞাসাবাদে বিবিজা জানান, তিনি চট্টগ্রামের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। তার বাবার নাম তৈয়ুব তাহের।
Be the first to comment on "মুন্সীগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী আটক"