স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের রিকাবী বাজার মাঠে ভাগ্যকুল ফাইটার কিংস বনাম গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার ক্রিকেট একাডেমি টিমের মধ্যে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুন (রবিবার) সকাল সাড়ে নয়টায় এ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ৪০ ওভারের খেলায় জয়ী হয় গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার ক্রিকেট একাডেমী।
গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার টিমের পক্ষে খেলেন সিফাত, রিফাত, সানি, আসিফ, সেলিম, বাধন, ইমতিয়াজ, মুন্না, আরিফ, তানভীর,জয়।
ভাগ্যকুল ফাইটার কিংসের পক্ষে খেলেন আবু বকর, হৃদয়, মাহাবুব, রিয়াজ, ইয়াছিন, মাহিন, জিসান, মনির, অর্ণব, আসিফ, শহিদুল, আলভী।
ভাগ্যকুল ফাইটার কিংসের নবাগত বোলার ইফাদ মাহবুব অর্ণব নিজের অভিষেক ম্যাচে ৫ ওভারে ৭ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেটার মো: সবুজ, রনি খান চিতা, কবি কাশফিয়া আঁখি, সংগঠক মাহবুব আলম জয়, সাংবাদিক রানা মাসুদ, ক্রিকেটার মো: শহিদুল ইসলাম প্রমুখ।
Be the first to comment on "মিরকাদিমে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত"