জসীম উদ্দীন দেওয়ান : পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক গ্রাহকদের দেয়া ডিজিটাল প্রিপ্রেইড মিটার বন্ধের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন, শত শত নারী পুরুষ গ্রাহক। রোববার দুপুরে এই কর্মসূটি জেলা শহর সংলগ্ন পঞ্চসার ইউনিয়নের নয়া গাঁও থেকে বিক্ষোভ মিছিল করে মুন্সীগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে সেখানে মানববন্ধন করেন আন্দোলনকারীরা। আন্দোলন কারীরা অভিযোগ করে বলেন, প্রিপেইড মিটার স্থাপনে গ্রাহকদের তিন চার গুন টাকা বেশী খরচ যাচ্ছে। তারা বলেন,শুধু অপ্রাসঙ্গিক খরচইনা, বিদ্যুৎ কার্ড রিচার্জের সঙ্গে সঙ্গে সার্ভিস চার্জ , ভ্যাট, মিটার মাশুল বাবদ বিপুল পরিমান টাকা গ্রাহকদের কাছ থেকে কেটে নেয়া হয়। ফলে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলেও জানান তাঁরা। তাই গ্রাহক ভেগান্তি লাঘবে অনতিবিলম্বে এই মিটার সড়িয়ে আগের মিটার স্থাপন না করলে , আরো কঠোর আন্দোলন দেয়া হবে বলেও জানান তাঁরা।
Be the first to comment on "প্রিপ্রেইড মিটার বন্ধের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন"