শিরোনাম

সিরাজদিখানে এসডিজি কর্মশালা অনুষ্ঠিত

 

সিরাজদিখান  প্রতিনিধি:  মুন্সীগঞ্জের সিরাজদিখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত “আমার গ্রাম আমার শহর” আদর্শকে ধারণ করে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায়, উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহারের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয় । টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্য এতে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গনমাধ্যমকর্মী সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয়মহ বিভিন্ন শ্রেণী পেশার উপজেলার ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

 

কর্মশালা শেষে বিকালে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার এসডিজি বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে অভীষ্ট সূচক নির্নয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া,  উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ,মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম সোহরাব হোসেন,সিরাজদিখান থানার ওসি মো.ফরিদ উদ্দিন, থানা পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক হাওলাদার প্রমুখ।

Be the first to comment on "সিরাজদিখানে এসডিজি কর্মশালা অনুষ্ঠিত"

Leave a comment

Your email address will not be published.


*