শিরোনাম

শ্রীনগরে গণপরিবহনের দাবিতে ঢাকা-দোহার সড়কে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক : শ্রীনগর-দোহার সড়কে শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ নিরসনের দাবিতে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শিক্ষার্থী এবং সাধারণ যাত্রী অধিকার সংরক্ষন পরিষদের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় শ্রীনগর উপজেলার ভাগ্যকুল এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে শিক্ষার্থী, সাধারণ যাত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।

এসময় মানববন্ধনে অংশ গ্রহনকারীরা দাবি করে বলেন, ঢাকা-শ্রীনগর-দোহার রোডে শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের গণপরিবহনের জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ রোডে যেকয়টি যাত্রীবাহী বাস চলাচল করছে তাতে অনেক সময় শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের বাসে উঠাতে অনিহা প্রকাশ করে বাস চলক ও শ্রমিকরা। এতে করে মাঝে মধ্যেই বাস শ্রমিকদের সাথে সাধারণ যাত্রীদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনাও ঘটছে!

 

তারা আরো বলেন, শ্রীনগর ও দোহার উপজেলা বাসীর জন্য তা (গণপরিবহন) যথেষ্ট নয়। এ অঞ্চলে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। তাই সার্বিক দিক বিবেচনা করে সকল যাত্রীদের দুর্ভোগ নিরসনের দাবিতে শ্রীনগর-দোহার রোডে বি.আর.টি.সি বাস চলাচলের দাবি করেন। এর সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আর্কষন করেন তারা।

 

Be the first to comment on "শ্রীনগরে গণপরিবহনের দাবিতে ঢাকা-দোহার সড়কে মানববন্ধন"

Leave a comment

Your email address will not be published.


*