স্টাফ রিপোর্টার: রামপালে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বছিরন নেছা উচ্চ বিদ্যালয় মাঠ বালক দল মিল্কিপাড়া প্রাথমিক বিদ্যালয়কে ১/০ গোলে পরাজিত করে পানাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।অন্য দিকে বালিকা দল পানাম সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১/০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে মিল্কিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
এতে উপজেলা সহাকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজল করের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন রামপাল ইউপি চেয়ারম্যান মো: বাচ্চু শেখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজিব খান, হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাজিব খান, বছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মঞ্জুর মোর্শেদ ,বছিরন নেছা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য শেখ মনিরুজ্জামান রিপন প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।
Be the first to comment on "রামপালে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল"