স্টাফ রিপোর্টার: বজ্রযোগিনী ইউনিয়নে মালপাড়া খাসি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কাজী কসবা পল্লীমা সংসদ। শনিবার বিকালে মালপাড়া এলাকায় এই খেলায় পানাম স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পল্লীমা সংসদ।পরে টুর্নামেন্ট কমিটি বিজয়ীদের খাসি প্রদান করেন।
Be the first to comment on "বজ্রযোগিনী ক্রিকেটে পল্লীমা সংসদ চ্যাম্পিয়ন"