স্টাফ রিপোর্টার: সরকারী হরগঙ্গা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শিক্ষকদের এই সংগঠনটির নির্বাচন হয়। এতে পূণরায় সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সিরাজুল হক মনির। অন্যান্যদের মধ্যে যুগ্ম সম্পাদক পদে ইরেজি বিভাগের সহকারী অধ্যাপক সিদ্ধার্থ শংকর, কোষাধ্যক্ষ পদে প্রভাষক শামিমুর রহমান, ক্রিড়া সম্পাদক পদে সহকারী অধ্যাপক আব্দুল কাদির এবং সাহিত্য সম্পাদক প্রভাষক মাহমুদ বিন আমিন নির্বাচিত হয়েছেন।
টানা দ্বিতীয় বারের মতো কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনে প্রত্যক্ষ ভোটে সম্পাদক পদে জয়লাভ করে সিরাজুল হক মনির বলেন, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন সকলকের প্রতি কৃতজ্ঞতা। শিক্ষক কল্যাণ ও প্রতিষ্ঠানটির উন্নয়নে নিজেকে নিয়োজিত করবো।
Be the first to comment on "পূণরায় হরগঙ্গা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক হলেন সিরাজুল হক"