স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের রামপালে দুই রোগীর চিকিৎসার জন্য অভিযাত্রিক সংগঠনের উদ্যোগে পঞ্চাশ হাজার টাকা মানবিক সহায়তা দেয়া হয়েছে। শুক্রবার সকালে সিপাহীপাড়ায় সংগঠনটির কার্যালয়ে মো: মুন্না ও আরিফা সুলতানার চিকিৎসার জন্য তাদের অভিভাবকদের হাতে এই সহযোগিতার অনুদান তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অভিযাত্রিকের সভাপতি মেহেদী হাসান মিঠু, সহ-সভাপতি এম নজরুল হোসেন,সাধারণ সম্পাদক মোঃশফিকুল ইসলাম,কোষাধ্যক্ষ মো: মনিরুজ্জামান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মোঃআনিছুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আশরাফউদ্দিন ইমন ও কার্যকরী সদস্য মোঃ মাসুদ মন্ডল প্রমুখ।
Be the first to comment on "মুন্সীগঞ্জে ২ রোগীর চিকিৎসার সহযোগিতায় এগিয়ে এলো অভিযাত্রিক"