সিরাজদিখান প্রতিনিধি।। সিরাজদিখান উপজেলার পৃথক স্থানে সাপের দংশনে নারী ও শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে রাজানগর ইউরিয়নের তেগুরিয়া গ্রামে দেড় বছর বয়সের শোয়েব আহমেদ ফারদিন নামে এক শিশু ও গতকাল মঙ্গলবার রাতে দানিয়াপাড়া গ্রামে শিলা বনিক (৩৫) নামে অপর আরেক নারী মারা যায়।
জানা গেছে, আজ বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের তেগুরিয়া গ্রামে নানা বাড়িতে শিশু শোয়েব খেলার সময় মাটির গর্তে হাত দিলে সাপ তাকে দংশন করে। তাৎক্ষনিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার ঢাকায় প্রেরন করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। শিশু শোয়েব রাজধানীর নয়াবাজার এলাকার সুমন মিয়ার ছেলে। রাজানগর ৮নং ইউপি সদস্য শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নানা বাড়ী বেড়াতে এসে শিশুটি সাপের দংশনে মারা গেছে ঘটনাটি খুবই দু:খজনক ।
এদিকে, উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৯ টার দিকে বসত-ঘরের ভেতর শিলা বনিক (৩৫) নামে নারীকে সাপ দংশন করে। পরে ঢাকা মিডফোর্ট হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তিনি মারা যান। নিহত শিলা বনিক ওই গ্রামের রবীন্দ্র বনিকের স্ত্রী।
Be the first to comment on "সিরাজদিখানে সাপের কামড়ে শিশুসহ ২ জনের মৃত্যু"