শিরোনাম

মুন্সীগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

 

মোজাম্মেল হোসেন সজল: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীন, সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি, সিনিয়র সহকারী কমিশনার মুনতাসির জাহান, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়ার মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. শরীফুজ্জামান ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক এসএম সাকিব হোসেন প্রমুখ।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত"

Leave a comment

Your email address will not be published.


*