সিরাজদিখান প্রতিনিধি: সিরজদিখানে ৩৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র্যাব-১১ এর একটি দল। সোমবার দুপুর ১২ টার দিকে ইছাপরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি গ্রাম থেকে তাদের আটক করে র্যাব। আটককৃত মোঃ আমিনুল ইসলাম (৩৬), পিতা- মৃত ঢালু ছৈয়াল,স্ত্রী মোছাঃ মাসুমা আক্তার মিতু (২৮), স্বামী- মোঃ আমিনুল ইসলাম। তারা মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর সলিমাবাদ কাঁচারীপাড় গ্রামের বাসিন্দা।
তারা সিরাজদিখান উপজেলার ইছাপুরা কলেজের পূর্ব পাশে দীন মোহাম্মদ লালুর বাড়ির ভাড়াটিয়া বলে জানান র্যাব-১১।
র্যাব-১১, সিপিসি-১ মুন্সীগঞ্জ এর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম শিয়ালদি গ্রামের আব্দুর রশিদ মৃধার বাড়িতে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয় । এসময় তাদের দেহ তল্লাশী করে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৭,৫০০/- টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মোবাইল সেট ০১টি উদ্ধার করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
Be the first to comment on "সিরাজদিখানে ৩৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক"