সিরাজদিখান প্রতিনিধি: সিরাজদিখানে বিভিন্ন আয়োজনে আওয়ামলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় র্যালী, ১১ টায় আলেচনা সভা ও ১২ টায় কেককাটা হয়।
সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে সন্তোষপাড়া মোড় থেকে র্যালীটি উপজেলার মোড়ে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা মোড় রশুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ অফিসের সামনে পথ সভা করা হয়।
পথসভা অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, আওয়ামীলীগ কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ-কমিটির সদস্য মো. গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও ইছাপুরা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার, প্রফেসর গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. তাহমিনা আক্তার তুহিন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা সুবীর চক্রবর্তি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও বিআরডিবি সভাপতি তাজুল ইসলাম পিন্টু, কেন্দ্রীয় ছাত্রলীগ নির্বাহী সংসদ সহ-সম্পাদক রনী চৌধুরী, জেলা শ্রমবিষয়ক সম্পাদক সামছুল হক, উপজেলা আ’লীগ দপ্তর সম্পাদক শহিদ ঢালী, উপজেলা যুবলীগ নেতা মাসুদ লস্কর, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ, সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শামিম হাওলাদার, সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক শামিম চৌধুরী চঞ্চল, উপজেলা তাঁতীলীগের সভাপতি মো. রাসেল শেখ প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে পায়রা উড়িয়ে ও কেককেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Be the first to comment on "সিরাজদিখানে আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন"