শিরোনাম

মিরকাদিমে আওয়ামীলীগের ঈদ পুনর্মিলনী

 

রানা মাসুদ ॥ মুন্সীগঞ্জের সদর উপজেলার মিরকাদিম পৌর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার রিকাবী বাজার গার্লস স্কুল সংগ্ন মাঠে পৌর আ’লীগ ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেয়। এতে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহম্মদ মহিউদ্দিন ।

ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি ও মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনিসুজ্জামান আনিস, সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, যুগ্মা সাধারণ সম্পাদকক এড. সোহানা তাহমিনা, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, সদর উপজেলা  আ’লীগ সভাপতি আফসার উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক শামসুল কবির মাস্টার, রামপাল ইউপি চেয়ারম্যান মোঃ বাচ্চু শেখ, চরকেওয়ার ইউপি চেয়ারম্যান আক্তার উজ্জামান জীবন প্রমুখ।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্য মো: মহিউদ্দিন বলেন, নৌকা আমাদের মার্কা, নৌকার পক্ষ কাজ করয় কারো উপর অত্যাচার নেমে আসলে আমরা বসে থাকবো না।যেককোন ভাবে প্রতিহত করা হবে। এ সময় তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগকে শক্তিশালী করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শাক্তিশালী ও বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে অংশ নিয়ে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকার রাখার আহ্বান জানান।

 

Be the first to comment on "মিরকাদিমে আওয়ামীলীগের ঈদ পুনর্মিলনী"

Leave a comment

Your email address will not be published.


*