মুন্সীগঞ্জের গর্ব তন্ময়
তাজুল ইসলাম রাকীব : যুক্তরাষ্ট্রের উটাহের মঙ্গল মরুভূমি গবেষণা কেন্দ্রে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ এর ( ইউ আর সি) ২০১৯ চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে আমেরিকান ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ( এ আই ইউ বি) রোবটিক ক্রু ( এ আরসি) দল অংশ নেয়। দলটি প্রতিযোগিতায় বিশ্বে ১৮ তম এশিয়ার দলগুলোর মধ্যে ৪ র্থ বাংলাদেশের শীর্ষে দুই দলের মধ্যে সর্বোচ্চ স্কোর অর্জন করেন।ইউআরসি মুলত মঙ্গলগ্রহ নিয়ে গবেষণাধর্মী একটি আন্তর্জাতিক পর্যায়ের অলাভজনক প্রকল্প।
বাছাই পর্বে ১৩ দেশের ৮৪ দল প্রাথমিক পর্যায়ে অংশ নেয়।এর মধ্যে বাংলাদেশের দল ছিল ৫ টি। চলতি বছরের মার্চে সিষ্টেম আক্সেস্যান্স রিভিউ ( এস এ আর) মাইলফলকের শীর্ষ ৩৬ দল চূড়ান্তর জন্য নির্বাচিত হয়। বাংলাদেশের শীর্ষে থাকার দলের মধ্যে সদস্য ছিলেন

তন্ময়
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী গ্রামের মোঃ নজরুল ইসলাম শেখের মোঃ মোবাসসর ইসলাম তন্ময়। তন্ময় তিন ভাইদের মধ্যে সবার বড়। আগামিতে রোবট নিয়ে গবেষণা করার ইচ্চে পোষণ করেন।
Be the first to comment on "ইউআরসির চূড়ান্ত পর্বে এআইইউবি রোবটিক ক্রু"