স্টাফ রিপোর্টার: টঙ্গীবাড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনে ভোট প্রয়োগ করেন শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও শিক্ষক মন্ডলি। এতে আগামী দুই বছর মেয়াদী কমিটিতে অভিভাবক প্রতিনিধি সদস্য নির্বাচিত হয়েছেন মো: জামাল শেখ। তিনি ২৬৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন। ২৫৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো: জাকির হোসেন, ২২৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো: ইকবাল হোসেন এবং ২১৯ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন আবুল হাশেম চঞ্চল সিকদার।

টঙ্গীবাড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিজয়ী প্রার্থীদের উল্লাস।। মহিলা অভিভাবক সংরক্ষিত প্রতিনিধি সদস্য হয়েছেন তাহমিনা হাবিব।তার প্রাপ্ত ভোট ২৪৫। এছাড়া শিক্ষক প্রতিনিধি পদে মো: হাবিবুর রহমান ১৪ ভোট, মো: মাহবুবুর রহমান ১৩ ভোট এবং মো: আসাদুজ্জামান ৭ ভোট নির্বাচিত হয়েছেন। এ সময় ভোটে নির্বাচিত বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন টঙ্গীবাড়ি উপজেলা মৎস কর্মকর্তা ও টঙ্গীবাড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার প্রিয়াংকা সাহা।বিজয়ীদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করে আবুল হাশেম।চঞ্চল সিকদার সকলকে ধন্যবাদ জানান।
বর্তমানে বিদ্যালয়টির সভাপতি পদে রয়েছেন মো: মানিক মিয়া বাচ্চু মাঝি। এদিকে তার সমর্থিত প্যানেল বিজয়ী হওয়ায় তিনি পূণরায় তাকে সভাপতি পদে ভোট দিয়ে বিদ্যালয়ের উন্নয়ন কাজের সুযোগ দেওয়ার অনুরোধ করেন।
Be the first to comment on "টঙ্গীবাড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত"