স্টাফ রিপোর্টার: : মিরকাদিম পৌর এলাকার মিরাপাড়া থেকে রহমান কবিরাজের মাজার পর্যন্ত ৪৮০ মিটার দৈর্ঘ্য ২০ ফুট প্রশস্ত আর সি সি ঢালাই রাস্তা ও দক্ষিণ রামগোপালপুর জনপ্রিয় কমিউনিটি সেন্টার থেকে শাহাবুদ্দিন মেম্বারের বাড়ি পর্যন্ত ড্রেন সহ আর সি সি ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঢালাই কাজের উদ্বোধন করেন মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন।
এ দুটি নির্মাণ কাজে মধ্যে মিরাপাড়া থেকে রহমান কবিরাজের বাড়ি পর্যন্ত আর সি সি ঢালাই এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩২ লাখ ৩৩ হাজার ও দক্ষিণ রামগোপালপুর জনপ্রিয় কমিটি সেন্টার থেকে শাহাবুদ্দিন মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তার পাশের ড্রেন, দেয়াল,আর সি সি ঢালাই সহ মোট ব্যয় ধরা হয়েছে পৌনে তিন কোটি টাকা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরকাদিম মিরকাদিমের পৌর কাউন্সিলর আবু তাহের, আব্দুল মজিদ,হারুন অর রশিদ, হাজী আবদাল, হাজী আজমত হোসেন, সোহেল মনির ও পৌর প্রকৌশলী সহ স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ।
Be the first to comment on "মিরকাদিমে দুইটি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন"